ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে মসলায় কাপড়ের রঙ মিশিয়ে বিক্রি!

সুনামগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
সুনামগঞ্জে মসলায় কাপড়ের রঙ মিশিয়ে বিক্রি!

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে কাপড়ের রঙ মেশানো গুড়া মসলা প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মিল ও দোকান ঘুরে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় শাহজালাল মসলা প্রোডাক্ট অ্যান্ড রাইস মিলকে গুড়া মসলায় কাপড়ের রঙ মিশিয়ে বাজারজাত করার দায়ে লাখ লাখ টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে হাজী নান্না বিরিয়ানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, জগন্নাথপুরে খাবারের মসলায় কাপড়ের রঙ ব্যবহার করে বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছি, সেই সঙ্গে আরও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫২, জানুয়ারি ৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।