ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কচুরিপানার মধ্যে পড়েছিল গলিত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
কচুরিপানার মধ্যে পড়েছিল গলিত মরদেহ প্রতীকী ছবি।

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অজ্ঞাতপরিচয় এক পুরুষের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের নাথপাড়ার ধানক্ষেতের পাশের একটি খালে থাকা কচুরিপনার ভেতর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।



স্থানীয় ইউপি সদস্য পলাশ মিত্র জানান, সকালে স্থানীয় চাষিরা মাঠে ধান কাটতে যায়। এ সময় চাষিরা ওইখালের কচুরিপানার মধ্যে ওই মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।  

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান ওই মরদেহটি পাওয়ার তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গলিত ওই মরদেহের পরনে সাদা পাঞ্জাবি ও পাজামা ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একজোড়া জুতা ও শীতের চাদর উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাসখানেক আগে ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে এনে ফেলা হয়েছে। তবে, তদন্ত ছাড়া এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।
 

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।