ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
নড়াইলে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
 

নড়াইল: নড়াইলের সদর উপজেলায় মূল্য তালিকা না থাকা, দাম বেশি রাখা ও নোংরা পরিবেশে পণ্য রাখায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
 
সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার তুলরামপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


 
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক। এসময় জেলা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।
 
অভিযানে মেসার্স ইমদাদুল ইসলামের দোকানকে ৫০০ টাকা, মেসার্স তুহিন এন্টারপ্রাইজকে ৫০০ টাকা, মেসার্স স্মার্টকে ৫০০ টাকা, মেসার্স ইভা গার্মেন্টস অ্যান্ড কসমেটিকসকে ৫০০ টাকা, মেসার্স রাফছান রুহান স্টোরকে এক হাজার টাকা, মেসার্স জয়গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে এক হাজার টাকা, মেসার্স কনিকা মিষ্টান্ন ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক বাংলানিউজকে বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।