ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে আসামি আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের গহরদীতে (নয়াপাড়া) হাবিব মিয়া হত্যা মামলার আসামি জোসনা বেগমকে (৫০) ২৪ ঘণ্টার মধ্যে আটক করেছে র‌্যাব-১১।

সোমবার (৯ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

তিনি জানান, গত ৭ জানুয়ারি শত্রুতার জেরে মো. হাবিব মিয়া খুন হন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে ৩ আসামির নামে আড়াইহাজার থানায় মামলা করেন।
 
সোমবার এ ঘটনায় পলাতক আসামি একই গ্রামের হান্নান কাজীর স্ত্রী জোসনা বেগমকে শনাক্তসহ তার অবস্থান নিশ্চিত করে। এরপর বন্দর থানাধীন একরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
এমআরপি/এসএএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।