ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবৈধ ইট ভাটায় অভিযান, ২৪ লাখ টাকার জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
অবৈধ ইট ভাটায় অভিযান, ২৪ লাখ টাকার জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অনুমোদনহীন ছয়টি ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইট ভাটাগুলোয় প্রস্তুত প্রায় দুই লাখ টাকার কাঁচা ইট ধ্বংস করা হয়।

পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে ২৪ লাখ টাকার জরিমানা করা হয়।

সোমবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম।

জানা গেছে, অভিযানে উপজেলার আদাবাড়ীয়া এলাকার আরইউবি ব্রিকসকে ৫ লাখ টাকা, দুখিপুর এলাকার এরএনবি ব্রিকসকে তিন লাখ, কিশোরীনগর এলাকার এসআরবি ব্রিকসকে তিন লাখ, ডাংমড়কা এলাকার এমআরএন ব্রিকসকে তিন লাখ ও এনবিএল ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া প্রাগপুর এলাকার বিএনবি ব্রিকসকে ৫ লাখ টাকার জরিমানা করা হয়।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান জানান, জেলায় ১৪৬টি অবৈধ ইট ভাটা আছে। এর মধ্যে দৌলতপুর উপজেলায় ২৮টি। অবৈধ এসব ইট ভাটায় অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।