ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২০ কেজির বোয়াল ২৯ হাজারে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
২০ কেজির বোয়াল ২৯ হাজারে বিক্রি

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ২০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ২৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিস্তাপাড়ের জেলেরা।

সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সাধুর বাজার থেকে মাছটি বিক্রি করেন জেলেরা।

এর আগে এদিন ভোরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা থেকে মাছটি ধরেন স্থানীয় জেলেরা।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় নদীতে জাল ফেলেন জেলেরা। এ সময় কদম আলীর জালে ২০ কেজি ওজনের একটি বোয়াল মাছ উঠে। পরে মাছটি বিক্রি করতে স্থানীয় সাধুর বাজারে নিলে প্রতি কেজি দেড় হাজার টাকা দাম হাকান জেলে কদম আলী। খবর পেয়ে মাছটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান বাজারে। এরপর পাশ্ববর্তি নীলফামারী জেলার একজন মাছ ব্যবসায়ী মাছটি ২৯ হাজার টাকা দিয়ে কিনে নেন।

জেলে কদম আলী জানান, তিস্তা নদীতে পানি প্রায় কমে গেছে। নালায় পরিনত হয়েছে তিস্তা নদী। কম পানিতে প্রতিদিন বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। সোমবার ভোরে তার জালে ২০ কেজি ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে। জীবনে প্রথম বারের মতো এতো বড় মাছ ধরতে পেয়ে বেশ খুশি তিনি। মাছটি ২৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।