ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিষপানে কৃষকের আত্মহত্যা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
বিষপানে কৃষকের আত্মহত্যা! প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের উজিরপুরে বিষপানে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম নিখিল মন্ডল (৪২)।

তিনি উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান।

তিনি বলেন, এক বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন নিখিল মন্ডল। এরপর থেকেই তেমন একটা কাজ কর্মে মন বসতো না তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে ঘরে কেউ না থাকার সময় বিষপান করে আত্মহত্যা করেছেন তিনি।

তিনি আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত‌্যুর বিষয়ে নিশ্চিত তথ‌্য জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।