ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলানিউজের শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলানিউজের শুভেচ্ছা কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলনের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহারসহ অন্যরা। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: দেশের পাঠক নন্দিত জাতীয় দৈনিক পত্রিকা কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম পরিবার।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহারের নেতৃত্বে কালের কণ্ঠে প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলনের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিউজটোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা।

বাংলানিউজ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব নিউজ আহমেদ জুয়েল, নিউজরুম সমন্বয়ক শারমীনা ইসলাম, সিনিয়র আউটপুট এডিটর (ইংরেজি বিভাগ) এস এম সালাউদ্দীন, কান্ট্রি এডিটর শিমুল সুলতানা, সিনিয়র করেসপন্ডেন্ট তানভীর আহমেদ প্রমুখ।



এর আগে, সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট মিডিয়ার সম্মেলনকক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণের সূচনা করেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। একইসঙ্গে তিনি কালের কণ্ঠ অনলাইন ভার্সনের নতুন সংস্করণ উদ্বোধন করেন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক, জনপ্রিয় কথাসাহিত্যিক এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (প্রেস ও মিডিয়া) মোহাম্মদ আবু তৈয়ব, কালের কণ্ঠ সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের নির্বাহী সম্পাদক রাহুল রাহা প্রমুখ।

কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ পত্রিকার প্রধান কার্যালয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পাঠক-শুভানুধ্যায়ীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।