ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘বিএনপির শান্তিপূর্ণ গণঅবস্থান কর্মসূচিতে বাধা নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
‘বিএনপির শান্তিপূর্ণ গণঅবস্থান কর্মসূচিতে বাধা নেই’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের বাধা নেই বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তবে বিএনপির গণঅবস্থানের নামে কোনো জনদুর্ভোগ সহ্য করা হবে না।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে মুজিব কর্নারের উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মসূচিতে সরকার কখনও বাধা দেয়নি, কিন্তু বিগত সব কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে।  

তিনি বলেন, গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর বা ধ্বংসাত্মক কাজ করলে তা কঠোরভাবে দমন করবে নিরাপত্তাবাহিনী।

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার স্মৃতি ধারণ ও প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর স্মৃতি পৌঁছে দেওয়ার উদ্দেশে ডিএমপি হেডকোয়ার্টার্সে ‘মুজিব কর্নার’ স্থাপন করে ডিএমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।