ঢাকা: পলাতক তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. জাহাঙ্গীর আলমকে (৫৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর শনিরআখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার র্যাব-১০ এর একটি দল রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রতারণা মামলায় পলাতক তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি প্রতারণার ঘটনা সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। তিনি মামলার সংবাদ পেয়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিলেন জাহাঙ্গীর।
আসামি জাহাঙ্গীরকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান (এএসপি) এনায়েত কবীর।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এমএমআই/এমএইচএস