ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
ফেনীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় গ্রেফতার ৩

ফেনী: ফেনীতে অটোরিকশা ছিনতাইসহ চালক খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতারসহ ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ।  

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি ইটের ভাঙ্গা অংশ ও রক্তমাখা ব্যাগ, ছিনিয়ে নেওয়া ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার ৯শ টাকা, ১টি বেসলেট, লুণ্ঠিত টাকা দিয়ে কেনা ১টি সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল, ১টি রুপার চেইন, পৃথক ঘটনায় ছিনতাইকৃত ১টি মোবাইল ফোন।

এ মামলার ঘটনায় ১টি ও পৃথক ঘটনায় ছিনতাইকৃত ২টি অটোরিকশা।

বুধবার (১১ জানুয়ারি) সকালে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউপির সুবলপুর গ্রামের অটোরিকশা চালক মো. আবুল হোসেন কালা মিয়া (৫১) লেমুয়া খাইয়ারা বাজার থেকে তার ছেলের পাঠানো বিকাশের নগদ ৩০ হাজার টাকা উত্তোলন করে যাত্রীর অপেক্ষায় খাইয়ারা বাজারে অপেক্ষমান ছিলেন। অপেক্ষায় থাকা যাত্রীবেশী একজন হাতে বাজারের ব্যাগ নিয়ে লেমুয়া ইউপিস্থ বাগের পুকুর পাড় যাওয়ার উদ্দেশে কালা মিয়ার অটোরিক্সাটি ভাড়া করে। রিকশাচালক যাত্রীটিকে নিয়ে রাগের পুকুর পাড় কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই দুস্কৃতিকারী সুযোগ বুঝে বাজারের ব্যাগ থেকে ইঁট বের করে রিকশাচালক কালা মিয়ার মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় পরে থাকলে তার কাছে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা রিকশা চালককে আহত অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার (৮ জানুয়ারি) চিকিৎসাধীন তার মৃত্যু হয়।  

এ বিষয়ে নিহতের ভাই ইকবাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে।

পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শনসহ তথ্য প্রযুক্তি মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের একাধিক অভিযান পরিচালনা করে। পরবর্তীতে বোগদাদীয়া ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রাসেল মিয়া চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকা থেকে ঘটনার জড়িত নুর নবী (২৫) কে গ্রেফতার করে। গ্রেফতার নুর নবী ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামের মমিনুল হকের ছেলে। এ সময় সীতাকুণ্ডে থেকে অপর সহযোগী জিয়াউর রহমান (৪২), ইউসুফ (৫৫) কে গ্রেফতার করে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আনোয়ারুল আজিম।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।