ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোতোয়ালের মাথা থেকে সরলো সাদা কাপড় 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
কোতোয়ালের মাথা থেকে সরলো সাদা কাপড় 

ঢাকা: রাজধানীর প্রশাসনের প্রাণকেন্দ্র মহানগর পুলিশের (ডিএমপি) প্রধান কার্যালয়ের পাশে ও মন্ত্রীদের সরকারি বাসভবনের সামনের মিন্টু রোডের মোড়ে ভাস্কর্য কোতোয়ালের মাথায় পরানো সাদা কাপড় অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বাংলানিউজে ‘কোতোয়ালের মাথা সাদা কাপড়ে ঢাকলো কে?’ শীর্ষক খবর প্রকাশের পরপরেই বিষয়টি সিটি করপোরেশনের নজরে আসে।

এরপরই সাদা কাপড় সরিয়ে ফেলে।

বুধবার (১১ জানুয়ারি) সকালের ‘কোতোয়াল’ ভাস্কর্যের দয়িত্বরত ট্রাফিক পুলিশের একজন সদস্য বলেন, মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলেই কাপড় অপসারণ করেছে শুনেছি।

আরও পড়ুন: কোতোয়ালের মাথা সাদা কাপড়ে ঢাকলো কে?

রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা মন্ত্রীপাড়া। তার পাশেই ঢাকা মহানগর পুলিশের প্রধান কার্যালয় ও ডিবি পুলিশের প্রধান কার্যালয়। অন্য পাশে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা। এ গুরুত্বপূর্ণ আবাসিক এলাকার শোভা বর্ধনকারী ভাস্কর্য ‘কোতোয়াল’ বিট্রিশ-বাংলার পুলিশের ইতিহাস-ঐতিহ্যের স্মারক। যা রাজধানীর মহানগর পুলিশের প্রধান কার্যালয়ের পাশে স্থাপিত। এমন স্থাপনা কোতোয়ালের মাথা কে বা কারা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়ে যায়। বিষয়টি বাংলানিউজ প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত কোতোয়ালের রক্ষণা-বেক্ষণকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যেমন চোখে পড়েনি, চোখে পড়েনি প্রশাসনের কারোরও।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি জানে না বলে জানান। বলেছিলেন লোক পাঠিয়ে খোঁজ নেবেন। এরপর সরিয়ে ফেলা হয়েছে কোতোয়াল মাথা থেকে সাদা কাপড়।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
 জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।