ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ১ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
নওগাঁয় ১ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নওগাঁ: প্রধানমন্ত্রীর আহ্বানে বেসরকারি অর্থায়নে দুস্থ ও অসহায় ১ হাজার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা হলরুমে বেলকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংকের পরিচালক বেলাল হোসেন উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।

জেলা প্রশাসনের সহযোগিতায় করা এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর্জা ইমাম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বেলকন গ্রুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু ওয়াহিদ হোসেন আলালসহ বেলকন গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার এক হাজার আসহায় নারী-পুরুষ ও এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।