ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকচাপায় পথচারী নিহত    

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
সিলেটে ট্রাকচাপায় পথচারী নিহত
 

  প্রতীকী ছবি

সিলেট: সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় নাজিম উদ্দিন(৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  
 
বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে গোয়াইনঘাটের বাঘের সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত নাজিম উদ্দিন সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পূর্বগর্দনা গ্রামের মৃত ডুমাই আহমদের ছেলে।
 
স্থানীয় সূত্র জানায়,বিকেলে রাস্তা পারাপারের সময় সিলেটমুখী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক নাজিম উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
 
দুর্ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় সড়ক অবরোধ তুলে দেন।
 
পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ি ট্রাকটি জব্দ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়:০০০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এনইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।