ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মনোয়ার হোসেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মনোয়ার হোসেন

ঢাকা: মনোয়ার হোসেনকে মিয়ানমারে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মনোয়ার হোসেন বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনে বাংলাদেশের উপ স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ২০তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি মিয়ানমারের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

মনোয়ার হোসেন ওয়াশিংটন ও সিঙ্গাপুরের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেছেন।  

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।