ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটিতে চিত্রাংকন প্রতিযোগিতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটিতে চিত্রাংকন প্রতিযোগিতা 

 

রাঙামাটি: ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে রাঙামাটিতে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে শিশু একাডেমি মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা ও জেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা অমিয় কান্তি খীসা।

বক্তারা অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কারণ তাদের ওপর আগামীর বাংলাদেশ নির্ভর করছে।

বক্তব্য শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।