ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে আল ইসলাহ প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
প্রধানমন্ত্রীর সঙ্গে আল ইসলাহ প্রতিনিধিদলের সাক্ষাৎ ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

নজরুল ইসলাম বলেন, সৌজন্য সাক্ষাতে তারা কারিকুলাম ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা (প্রতিনিধিদল) স্কুল ও মাদ্রাসার বিভিন্ন বইয়ে মুসলিম সভ্যতার গৌরব গাঁথা না থাকার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী তাদের কথা শোনেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।