ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, স্কুলছাত্র গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, স্কুলছাত্র গ্রেফতার

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় এক বাকপ্রতিবন্ধী তরুণীকে (৩৫) ধর্ষণের মামলায় শামিম শেখ (১৫) নামে এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী তরুণীর ভাই বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে লোহাগড়া থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত ওই স্কুলছাত্রকে দুপুরে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দিঘলিয়া ইউনিয়নে ঘটনাটি ঘটে। বর্তমানে ভুক্তভোগী তরুণী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বাক-প্রতিবন্ধী ওই তরুণী বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ির পাশে মাঠ থেকে ছাগল আনতে যায়। এসময় প্রতিবেশী ওই স্কুলছাত্র তাকে একা পেয়ে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় বাকপ্রতিবন্ধী ওই তরুণী বাড়িতে এসে তার ভাষায় পরিবারের লোকদের ঘটনাটি জানিয়ে দেয়।

সব জেনেবুঝে পরিবারের লোকজন ওই (১১ জানুয়ারি) রাতেই তরুণীকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে রেফার করেন।  

পদিন (১২ জানুয়ারি) সকালে ভুক্তভোগী তরুণীর ভাই থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, আজ (১২ জানুয়ারি) সকালে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় মামলা দায়েরের পরপরই অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেফতার করা হয়েছে। দুপুরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad