ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চলন্ত ইজিবাইক থেকে পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
চলন্ত ইজিবাইক থেকে পড়ে নারীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ব্যাটারি চালিত একটি চলন্ত ইজিবাইক থেকে পড়ে মনুজান (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তিরনই হাট দৌলতপাড়া এলাকায় বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মনুজান বাংলাবান্ধা ইউনিয়নের ধাইজান গ্রামের তহসিন আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, আত্মীয়ের মৃত্যুর খবরে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে মনুজান তার পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার কালান্দিগছ এলাকায় সেই আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে অতিরিক্ত রক্তচাপে (প্রেসার) কিছুটা অসুস্থ হয়ে পড়েন। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে ব্যাটারি চালিত ইজিবাইকযোগে বাড়িতে নিয়ে যাওয়ার পথে দৌলতপাড়া এলাকায় পৌঁছালে অতিরিক্ত রক্তচাপের কারণে (প্রেসার) মাথা ঘুরে সড়কে পড়ে যান।  
এতে বেশ আঘাত পান তিনি। দ্রুত পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মনুজান নামে ওই নারীর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।