ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনের অভয়ারণ্য থেকে নৌকাসহ ৪ ভারতীয় জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
সুন্দরবনের অভয়ারণ্য থেকে নৌকাসহ ৪ ভারতীয় জেলে আটক

সাতক্ষীরা: সুন্দরবনের বাংলাদেশ অংশ থেকে ইঞ্জিনচালিত নৌকাসহ চার ভারতীয় জেলেকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন- ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার চরখালী বাজারের সুব্রত মন্ডলের ছেলে সুদিত মণ্ডল (৪৫), জিতেন মোজামদারের ছেলে অনুক মোজামদার (৪৫), গোপাল মণ্ডলের ছেলে গৌরঙ্গ মণ্ডল (৪০) ও বেতবাড়িয়া জীবনতলা গ্রামের শ্রীনাথ হালদারের ছেলে শংকর হালদার (৪৮)।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, আটকদের লোকালয়ে আনা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।