ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইজিবাইকচালক হত্যাকাণ্ডে মানবপাচারে অভিযুক্ত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
ইজিবাইকচালক হত্যাকাণ্ডে মানবপাচারে অভিযুক্ত আটক

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইকচালক এখলাছ মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. জালাল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নামে চুরি, ছিনতাই ও মানবপাচারের অভিযোগেও মামলা রয়েছে।


 
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আফছান-আল-আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
একই দিন চুনারুঘাট থেকে আটক করা হয় তাকে। তিনি উপজেলার আব্দুল্লাহপুর এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব ছায়া তদন্তে এখলাছ মিয়া হত্যায় জালালের সম্পৃক্ততা পেয়েছে। তার নামে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, মাদক ও মানবপাচারের অভিযোগেও মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করার পর তাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে।
 
গত বছরের ৫ অক্টোবর রাত সাড়ে ১০টায় চুনারুঘাট থানাধীন চার নম্বর পাইকপাড়া ইউনিয়নের অন্তর্গত দেউন্দি চা বাগানের মেইন ডিভিশনের ১৫ নম্বর লাইনের পাশ থেকে এখলাছের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার দু’দিন পর চুনারুঘাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, এ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একাধিক আসামিকে গ্রেফতারপ্তা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।
 
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।