ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রাকচাপায় নারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
নাটোরে ট্রাকচাপায় নারী নিহত  প্রতীকী ছবি

নাটোর: নাটোর সদর উপজেলার আহম্মদপুরে ট্রাকচাপায় পারুল বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।  

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে আহম্মদপুর বাজারে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারুল বেগম জেলার বড়াইগ্রাম উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল্লাহর স্ত্রী।  

ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই ) মুনির হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে
পারুল ব্যাটারি চালিত অটোভ্যানে করে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে আহম্মদপুর বাজারে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পারুল নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।