ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
ফেনীতে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু  আশরাফুল (ফাইল ছবি)

ফেনী: ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আশরাফুল হক ফাহিম (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আশরাফুল হক ফাহিম ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের সেরাজুল হক বাচ্চুর ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আশরাফুল শুক্রবার রাতে মোটরসাইকেল চালিয়ে পাঁচগাছিয়া ফুড অ্যান্ড ফান রেস্তোরাঁর সামনে গেলে বিপরীত থেকে আসা যাত্রীবাহী জোনাকি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়।  

আশরাফুল পাঁচগাছিয়া এ জেড খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মরদেহ  ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এসএইচডি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।