ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যানজট নিরসনে আমরা নারায়ণগঞ্জবাসীর মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
যানজট নিরসনে আমরা নারায়ণগঞ্জবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে চাষাঢ়া পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলার মোড়ের রাস্তা পাকাকরণ ও সকল অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও হকারমুক্ত সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন।  

শনিবার (১৪ জানুয়ারি) চাষাঢ়া শহীদ মিনারের সামনে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নুরউদ্দিনের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় নুরউদ্দিন বলেন, মৌমিতা বাসের পার্মিট চাষাঢ়া পর্যন্ত। এই বাস কীভাবে শহরের ভেতরে ঢোকে। কাদের ইন্ধনে ঢুকতে পারে। রাত হলেই বিভিন্ন সড়কে অনেক বাস দাঁড়িয়ে থাকে। নিয়ম অনুযায়ী তাদের নিজেদের গ্যারেজ বা স্ট্যান্ডে বাস রাখার কথা।

তিনি বলেন, নারায়ণগঞ্জে আমরা যানজট চাই না। প্রশাসনকে বলতে চাই আপনারা যানজট নিরসনে কাজ করুন।  

এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।