ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ৭ হাজার মানুষকে শীতবস্ত্র দিল বসুন্ধরা গ্রুপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
রূপগঞ্জে ৭ হাজার মানুষকে শীতবস্ত্র দিল বসুন্ধরা গ্রুপ

নারায়ণগঞ্জ: বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৭ হাজার দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সারা দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নগরপাড়া, কামসাইর, তারাব, মুড়াপাড়া, দাউদপুর, ভোলাব, চনপাড়া, পূর্বগ্রাম, ইছাখালী, নাওড়াসহ বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় শুক্রবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শীতবস্ত্র পেয়ে গরিব মানুষের মুখে হাসি ফুটেছে।

শীতবস্ত্র নিতে আসা ৬৫ বছরের বৃদ্ধ হরিসুনা বলেন, ‘আমার সংসারে অভাব-অনটন লাইগা আছে। কয়দিন পরে পরেই বসুন্ধরা গ্রুপের কাছ থেকে খাবার পাই। তা দিয়ে আমার দিন চলে যায়। এখন আবার আমাদের শীতবস্ত্র দিছে। আল্লাহ তাগো মঙ্গল করুক। ’ 
শীতবস্ত্র পাওয়া মনির মিয়া বলেন, ‘বসুন্ধরা গ্রুপের মালিককে আল্লাহতালা আরও দেক। এই গ্রুপ যাতে আরও বড় হয়, সেই দোয়াই করি। ’ 

এ প্রসঙ্গে রংধনু গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. রফিকুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমকে স্বাগত জানাই। করোনাকালেও দেশের বিভিন্ন এলাকায় বসুন্ধরা গ্রুপের উদ্যোগে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বেশি উপকৃত হয়েছেন রূপগঞ্জ এলাকার মানুষ। অতীতে ছিল, বর্তমানে আছে, আশা করি ভবিষ্যতেও দেশের বৃহত্তর এই শিল্প গ্রুপটি গরিব ও অসহায় মানুষের পাশে থাকবে। আমরাও তাদের সঙ্গে আছি। ’

তিনি জানান, তার প্রতিষ্ঠান রংধনু গ্রুপও অসহায় মানুষের পাশে আছে। তিনি দেশের বিত্তবান, শিল্পপতি ও ব্যবসায়ীদের সবাইকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এবং দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার বলেন, ‘করোনার সময় বসুন্ধরা গ্রুপ সারা রূপগঞ্জে ব্যাপক ভূমিকা রেখেছে। নিরীহ ও সাধারণ মানুষকে খাদ্যসামগ্রী, কাপড় বিতরণ করে ও অর্থ দিয়ে সহযোগিতা করেছে। তাদের এ সহযোগিতা সব সময় অব্যাহত রয়েছে। দেশে কোনো দুর্যোগ হলে বসুন্ধরা গ্রুপ সহযোগিতা করে থাকে। ’

শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, ব্যবসায়ী রাজু হাসান আলেক, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আলী আজগর, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জ্যোৎস্না মহিউদ্দিন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন, ইমান আলী, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার, ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সাহিদা আক্তার, তারাব পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।