ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন লঞ্চ স্টাফদের সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
সুন্দরবন লঞ্চ স্টাফদের সংঘর্ষ, নিহত ১ স্বজনদের আহাজারি

পটুয়াখালী: পটুয়াখালী লঞ্চঘাটে এমভি সুন্দরবন ১৪ লঞ্চ স্টাফদের সংঘর্ষে কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী লঞ্চঘাটে এ মারামারি ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের সুপারভাইজার মো. ইউনুচ এবং কেরানী মশিউরকে আটক করেছে সদর থানা পুলিশ।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পুরো বিষয়ে পুলিশ তদন্ত করছে, কিভাবে ঘটনার সূত্রপাত এবং কিভাবে কি হলো, সব বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নিয়েছি।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।