ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হোটেল কক্ষের দরজা ভেঙে মিললো যুবকের লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
হোটেল কক্ষের দরজা ভেঙে মিললো যুবকের লাশ

ঢাকা: রাজধানীর গাবতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে ইব্রাহিম (৩৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) আসরাফুদ্দৌল্লাহ সরদার জানান, শনিবার দিবাগত রাতে গাবতলীতে মোহাম্মদীয়া আবাসিক হোটেলের ৫ম তলার ৫২২ নম্বর কক্ষের দরজা ভেঙে বিছানা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায় চরক মৌজা গ্রামে। বাবার নাম মৃত হেলাল উদ্দিন।

তিনি আরও জানান, তার বাবা-মা কেউ বেঁচে নেই। অবিবাহিত এই ব্যক্তির স্বজনদের সঙ্গেও কোনো যোগাযোগ ছিল না।   তেমন কিছুই করতেন না, যাযাবরের মতো জীবনযাপন করতেন। গত ১৩ জানুয়ারি হোটেলের ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন ইব্রাহিম। শনিবার রাতে হোটেল কর্মচারীরা ভাড়ার জন্য তাকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।