ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অপহৃত কিশোরীসহ অপহরণকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
রাজধানীতে অপহৃত কিশোরীসহ অপহরণকারী আটক আটক অপহরণকারী আকাশ

ঢাকা: দিনাজপুর জেলার বিরল থানা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারী মো. আলফাজ আকাশকে (২২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শনিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে করে অপহৃত কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, আকাশ অপহৃতকে প্রায় সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার গত ২৭ নভেম্বর স্কুলে থেকে বাড়ি ফেরার পথে বিরল বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় আটকিয়ে রেখে অপহৃতকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

আটক আকাশের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।