ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের তালিকা করে স্বীকৃতির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের তালিকা করে স্বীকৃতির দাবি

ফরিদপুর: বুদ্ধিজীবী দিবসের শহীদদের পরিবারের তালিকা করে স্বীকৃতির দাবি জানিয়েছেন মহান মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারের সদস্যরা।  

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে ফরিদপুর শহরের লক্ষ্মীপুরে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

 

‘১৯৭১ আমরা শহীদ পরিবার’- শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে নিজ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

সভায় সভাপতিত্ব করেন- ‘১৯৭১ আমরা শহীদ পরিবার’ শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাজ্জাদুল হক সাজ্জাদ।  

সংগঠনের সাধারণ সম্পাদক অমর সাহা তপুর সঞ্চালনায় এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ পাখি, ‌বীর মুক্তিযোদ্ধা তৈয়বুজ্জামান (মধু), বীর মুক্তিযোদ্ধা জয়নুদ্দিন সিকদার, বীরঙ্গনা চারু বালা দেবি, বীরঙ্গনা মায়া রানী, গজেন সাহা, সাব্বির আহমেদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আবুল হাশেম।

সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাদের পরিবারের সদস্যদের হারানোর কথা তুলে ধরে বলেন, ‘আমরা মহান মুক্তিযুদ্ধে আমাদের পরিবারের সদস্যদের হারিয়েছি। অথচ শহীদ মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে আজ অবধি রাষ্ট্র থেকে কোনো স্বীকৃতি পাইনি। বিগত সরকার আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছিল। আমাদের কোনো দাবি পূরণ করেনি। আর তাই বছরের পর বছর আমরা অবহেলিত থেকেছি। ’ 

বক্তারা আরও বলেন, ‘তাই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, আমাদের শহীদ পরিবার সদস্যদের যেন তালিকাভুক্ত করে স্বীকৃতি প্রদান করা হয় এবং মুক্তিযোদ্ধাদের মতো সুযোগ সুবিধা প্রদান করা হয়। ’

আলোচনা সভার শুরুতে ১ মিনিট নিরবতা পালন করা হয় ও পরে শহীদদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।