ঢাকা: রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানায় হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইসলামি বক্তা মুফতি কাজী মো. ইব্রাহীম দোষ স্বীকার করেছেন। দোষ স্বীকার করায় তাকে এক বছর তিন মাস ১৯ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক একেএম জুলফিকার হায়াত এ আদেশ দেন। যা গ্রেফতারের পর থেকে এ পর্যন্ত কারাভোগ সাজা হিসেবে গণ্য করা হবে।
২০২০ সালের ২৭ সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ তাকে আটক করে। পরদিন ২৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১/৩৫ ধারায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর একটি মামলা হয়।
এ মামলায় একই বছর ২৯ সেপ্টেম্বর মুফতি ইব্রাহীমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ২ অক্টোবর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তদন্ত শেষে গত বছর অক্টোবরে তার বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
কেআই/জেএইচ