ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আবারও রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হলেন মোস্তাফিজুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
আবারও রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হলেন মোস্তাফিজুর রহমান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

নীলফামারী: আবারও রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ জেলায় যোগদানের মাত্র চার মাসের মধ্যেই পরপর তিনবার তিনি শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।

তাঁর কর্মদক্ষতায় তিনি এ যোগতা অর্জন করেন।

রোববার (১৫ জানুয়ারি) রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদের সভাপতিত্বে গত ডিসেম্বর মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রংপুর রেঞ্জের ডিসেম্বর ২০২২ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা নীলফামারী ও শ্রেষ্ঠ  পুলিশ সুপারের গৌরব অর্জন করায় নীলফামারী জেলা  পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট দেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ।

উল্লেখ্য, গত অক্টোবর ২০২২ এবং নভেম্বর ২০২২ মাসের কর্ম মূল্যায়নেও রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা  ও নীলফামারী শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছিলেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।  

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) এস এম রশিদুল হক, অতিরিক্ত ডিআইজি মো. সুজায়েত ইসলাম এবং রংপুর রেঞ্জের সব জেলার পুলিশ সুপার, ইন-সার্ভিসের কমান্ড্যান্টসহ (পুলিশ সুপার) রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।