ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ৪৪ কেজি গাঁজাসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
সোনারগাঁয়ে ৪৪ কেজি গাঁজাসহ আটক ৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর মেঘনাঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‍্যাব) এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

আটকরা হলেন সোহেল মিয়া (২১), ছোটন মিয়া (২৬), জাকির হোসেন (২৫), হান্নান (২১), সোহাগ মিয়া (২৪) ও ইউসুফ (২২)। এ সময় তাদের কাছে মাদক বিক্রয়ের নগদ সাত হাজার ৪৫ টাকা, পাঁচটি মোবাইল, ছয়টি সিম পাওয়া যায়।

র‍্যাব জানায়, সকালে মেঘনা ঘাটের বিসমিল্লাহ ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।