ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে লাশ হলেন দাদি-নাতনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
বিয়ের দাওয়াতে যাওয়ার পথে লাশ হলেন দাদি-নাতনি

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাসের ধাক্কায় দাদি-নাতনির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার হরিপাড়া-বলগাড়ী নামক এলাকায় দিনাজপুর-আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বেশাইন গ্রামের বিজয় চন্দ্র বর্মনের স্ত্রী রত্না বালা (৫০) ও তার নাতনি তিথি রানী (১৭)। তিতি বিধান চন্দ্র বর্মনের মেয়ে।

আহতরা হলেন অরুন বালা (৪০), করুনা রানী (৫৫) ও অর্পনা রানী (৭)। তারা একই পরিবারের সদস্য। তবে তারা একে অপরের কি হন, তা জানা যায়নি।  

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রত্না ও তাদের পরিবারের বেশ কয়েকজন মিলে ভ্যানে করে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার জয়দেবপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বলগাড়ী এলাকায় একটি বাস ওই ভ্যানটিকে ধাক্কা দিলে পাঁচজন আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তিথি ও রত্নাকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, দুর্ঘটনার পর বাস ফেলে চালক-হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যান পুলিশের হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।