ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর রূপগঞ্জ সফর উপলক্ষে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
প্রধানমন্ত্রীর রূপগঞ্জ সফর উপলক্ষে মতবিনিময় সভা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপগঞ্জ সফর উপলক্ষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে নারায়াণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বসুন্ধরা চেয়ারম্যানের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ -৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ, বসুন্ধরা গ্রুপের পরিচালক লিয়াকত হোসেন, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন কমল, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. ফয়সাল আহমেদ ও কাঞ্চন পৌর আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম মোঘল।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।