ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে ওয়ার সিমেট্রি পরিদর্শনে প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
চট্টগ্রামে ওয়ার সিমেট্রি পরিদর্শনে প্রণয় ভার্মা

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন। সফররত ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীরের কমান্ডিং অফিসাররা তার সঙ্গে ছিলেন।

এই কবরস্থানে মূলত প্রায় ৪০০টি কবর ছিল। আসামের লুসাই পাহাড় ও অন্যান্য কবরস্থান থেকে পরে কবর স্থানান্তর করা হয়েছে। বর্তমানে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৩১টি কমনওয়েলথ সমাধি রয়েছে, এর মধ্যে ১৭টি অজ্ঞাতপরিচয়।

কমনওয়েলথ ওয়ার সিমেট্রিতে চিটাগাং মেমোরিয়ালও রয়েছে, যা ভারতীয় সিমেনস হোস্টেল, বোম্বেতে অবস্থিত। বোম্বে ১৯৩৯-১৯৪৫ ওয়ার মেমোরিয়ালে প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর ৪০০ জনেরও বেশি নাবিক ও প্রাক্তন ভারতীয় মার্চেন্ট নেভির প্রায় ৬ হাজার নাবিককে স্মরণ করা হয়, যারা যুদ্ধের বছরগুলোতে সমুদ্রে নিখোঁজ হন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।