ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্বশুরবাড়িতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা, স্ত্রী-শাশুড়ি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
শ্বশুরবাড়িতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা, স্ত্রী-শাশুড়ি কারাগারে হারুন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে শ্বশুরবাড়িতে হারুনুর রশিদ ওরফে কসাই হারুনের (৩৩) মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।  

হারুনের বোন জোৎস্না বেগম (২৮) বাদী হয়ে বুধবার (১৮ জানুয়ারি) থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

এতে হারুনের স্ত্রী আমেনা আক্তার বৈশাখী (১৯), শাশুড়ি খুকি বেগম (৪৮) এবং ভায়রা জুয়েলকে আসামি করা হয়েছে। ওই মামলায় আটক স্ত্রী এবং শাশুড়িকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

হারুন লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ ইউনিয়নের চররুহিতা গ্রামের নবীগঞ্জ এলাকার মান্নানের ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন। রসুলগঞ্জ বাজারে তার মাংসের দোকান আছে।  

জানা গেছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা। এদিন দুপুরে জেলা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।  

পারিবারিক সূত্র জানায়, প্রায় ৫ মাস আগে রায়পুরের চরবংশী ইউনিয়নের মনছুর আহম্মদের মেয়ে আমেনা আক্তার বৈশাখীর সঙ্গে হারুনের পারিবারিকভাবে বিয়ে হয়। আড়াই মাস আগে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

হারুনের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে হারুনের স্ত্রী বৈশাখী হারুনের সঙ্গে খারাপ আচরণ করতো। বৈশাখী ঠিকমতো সংসার করতো না। অন্য ছেলের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই ছিল। সোমবার (১৬ জানুয়ারি) রাতে হারুন তার শ্বশুরবাড়িতে ছোট শালিকা প্রিয়ার জন্মদিনের দাওয়াত খেতে যায়। সেখানে তার ভায়রা জুয়েলসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। রাত ৩টার দিকে শ্বশুরবাড়ির লোকজন তাদের হারুনের মৃত্যুর সংবাদ দেয়।  

তারা জানায়, হারুনকে তার ভায়রাসহ শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। হারুনের কপালে আঘাতের চিহ্ন ছিল।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।