ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করবে বিজিবি-বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করবে বিজিবি-বিএসএফ

বেনাপোল (যশোর): সীমান্ত হত্যা, চোরাচালান ও অনুপ্রবেশ রোধে আবার যৌথভাবে কাজ করার ব্যাপারে একমত হয়েছে বিজিবি ও বিএসএফ।  

এছাড়া আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার অঙ্গীকারও করা হয়েছে এ বৈঠকে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আয়োজনে বেনাপোল বিওপি সম্মেলন কক্ষে এ পতাকা বৈঠকে অংশ নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে বিজিবি ও বিএসএফ।  

এর আগে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে শূন্যরেখায় ফুলেল শুভেচ্ছা জানায় বিজিবি।  

পরে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর  রশীদ ও ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেক্টর কমান্ডার  রাকেশ কুমার।  

এসময় আরও উপস্থিত ছিলেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী, লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান, খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন নয় কর্মকর্তা ও বিএসএফের কমান্ডিং অফিসার ত্রিপাঠি, অনুরাগ মানি, অলক কুমারসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।