ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
যাত্রাবাড়ীতে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আটকদের মধ্যে ইসা খাঁ ওরফে রাজ্জাক (৩৪) আন্তঃজেলা ডাকাত সর্দার বলে দাবি র‌্যাবের।

আটক বাকি দুইজন হলেন- সৈয়দ জসিম উদ্দিন (৫০) ও ও নুর ইসলাম (২৮)।

বুধবার (১৮ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রায়েরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি, ১টি সুইচ গিয়ার চাকু, ২টি দেশীয় ধারাল অস্ত্র, ৫টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য যাদের নেতৃত্বে রয়েছেন রাজ্জাক। তারা গত এক মাসে ব্রাহ্মণবাড়ীয়া, চাঁদপুর, পাটুয়াখালী ও কুড়িগ্রামে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য মূল্যবান সম্পদ ডাকাতি করেছেন। ডাকাতির বাইরে চক্রটি বড় ব্যবসায়ীদের অস্ত্রের ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করতেন।  

র‌্যাব-১০ এর সিও বলেন, আটক ডাকাত সর্দার রাজ্জাক কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। তিনি অন্য পেশার আড়ালে দীর্ঘদিন ধরে ডাকাতি চক্রের নেতৃত্ব প্রদান করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতি প্রস্তুতির মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
পিএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।