ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় ৮ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
হাতিয়ায় ৮ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে ২২ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। যার আনুমানিক দাম প্রায় আট কোটি টাকা।

 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার জাহাজমারা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

হাতিয়া কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার জাহাজমারা বাজার এলাকার তিনটি গুদামে অভিযান চালিয়ে ২২ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাত কোটি ৭০ লাখ টাকা। তবে অভিযানকালে গুদামের প্রকৃত মালিকদের খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা এম আজহারুল ইসলাম। পরে জব্দকৃত জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।