ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মানসিক স্বাস্থ্য নিয়ে উদাসীনতা না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
মানসিক স্বাস্থ্য নিয়ে উদাসীনতা না

ঢাকা: মানসিক অসুস্থ মানেই মানসিক রোগী না। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যেমন অসুস্থ হয়, ঠিক তেমনি মানসিক স্বাস্থ্যও এর বাইরে না।

তাই মানসিক স্বাস্থ্য নিয়ে উদাসীন না হয়ে সচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত পারিবারিক মানসিক স্বাস্থ্য উন্নয়ন কাউন্সিলিং শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

কল্যাণ সম্পাদক তানভীর আহমেদের পরিচালনায় এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান।  

বক্তব্য রাখেন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশনের সভাপতি জয়শ্রী জামান।  

এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মঈনুল আহসান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান সুমন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
টিএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।