ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিককে কুপিয়ে হত্যার হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
সাংবাদিককে কুপিয়ে হত্যার হুমকি অভিযুক্ত চালের ডিলার বাবুল

টাঙ্গাইল: ‘তোকে যেখানেই পাব, সেখানেই কুপিয়ে হত্যা করা হবে। তুই তো আর আমাকে মামলায় ফালাতে পারস নাই।

কিন্তু তুই আমার ক্ষতি করছস, তাই তোকে কুপিয়ে হত্যা করা হবে। ’ 

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে স্থানীয় সাংবাদিক অভিজিৎ ঘোষকে ফোনে এভাবেই হুমকি দেন টাঙ্গাইলের ভূঞাপুরের সরকারি চালের ডিলার বাবুল।

এদিকে হুমকি দেওয়ার পরই অভিজিৎ ঘোষ বাদি হয়ে বাবুলের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।  

হুমকিদাতা চালের ডিলার বাবুল একই উপজেলার কুঠিবয়ড়া এলাকার আকবর হোসেনের ছেলে। আর ভুক্তভোগী অভিজিৎ গোবিন্দাসি ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের কানাই লালের ছেলে এবং ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি।

এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) ২০০ বস্তা চাল জব্দ করে প্রশাসন। পরে সরকারি চাল জব্দ করা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।  

এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক অভিজিৎ ঘোষকে চালের ডিলার বাবুল তার মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজসহ কুপিয়ে হত্যার হুমকি দেন।  

নিরাপত্তাহীনতায় সাংবাদিক অভিজিৎ ঘোষ চালের ডিলার বাবুলকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়া‌রি ২০, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।