ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

একই রাতে দুই বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
একই রাতে দুই বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

শনিবার (২১ জানুয়ারি) মধ্য রাতে ওই উপজেলার ঘোড়ামারা গ্রামের শহিদুল ইসলাম ও হেলাল উদ্দীনের বাড়ী এ ঘটনাটি ঘটে।

জানা যায়, শনিবার মধ্য রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল দুই বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে।

ভুক্তভোগী শহিদুল ইসলামের ভাতিজা নওয়াব আলী জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই জোড়া কানের দুল, দুই জোড়া রুলি, এক জোড়া গলার হার ও দুটি আংটি ও কিছু নগদ টাকা লুটে নেয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি ডাকাতির মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযানে কাজ করছে পুলিশ। অচিরেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।