ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
পাটগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে গর্তে জমা পানিতে ডুবে সালমান সাদিক নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে পাটগ্রাম পৌরসভার সোহাগপুর এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

সাদিক ওই এলাকার একরামুল হকের ছেলে।  

স্থানীয়রা জানান, বাড়ির নর্দমার পাশের উঠানে খেলা করছিল সাদিক। একপর্যায়ে পাশের গর্তে জমা ময়লা পানিতে পড়ে ডুবে যায় সে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।