ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বালুর নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
বালুর নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর স্তুপের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সারপলশিয়া বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

তবে তাৎক্ষণিকভাবে মৃতের পরিচয় পাওয়া যায়নি।

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাংলানিউজকে জানান, (২২ জানুয়ারি) সকালে সারপলশিয়া বালুর ঘাটে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এসময় বালুর স্তুপ ধসে পড়লে এক শ্রমিক সেখানে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি আরও বলেন, পুলিশকে জানানো হয়েছে। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।