ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে শীতবস্ত্র বিতরণ করলেন মায়া চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
চাঁদপুরে শীতবস্ত্র বিতরণ করলেন মায়া চৌধুরী

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর পক্ষ থেকে অসহায় গরীব মানুষের মধ্যে চার হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর মায়া চৌধুরী নিজ বাসভবনে এ সব শীত বস্ত্র বিতরণ করা হয়।

মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

মায়া চৌধুরীর নিজ বাড়ীতে শীতবস্ত্র বিতরণ শেষে বাকী শীতবস্ত্র ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষের কাছে পৌঁছানোর জন্য আওয়ামী লীগ নেতাদের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।