ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে অস্ত্রসহ ২ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
টেকনাফে অস্ত্রসহ ২ যুবক আটক প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় অস্ত্রসহ ২ যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি আবদুল হালিম।

এর আগের দিন সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া বাজার থেকে তাদের আটক করা হয় বলে জানান ওসি।  

আটক দুইজন হলেন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং এলাকার আবু ছিদ্দিক (২৮) ও মোহাম্মদ শফিক (২১)।

ওসি জানান, আটক ২ যুবকের কাছ থেকে দেশীয় একটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটক দুইজনকে রোববার দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২২,২০২৩
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ