ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ৩ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
ঠাকুরগাঁওয়ে ৩ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে রোববার (২২ জানুয়ারি) ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রাকচালক আহত হন, বন্ধ হয়ে যায় এ রুটে ট্রেন চলাচল।

প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর রেললাইনে থাকা ক্ষতবিক্ষত ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পুনরায় স্বাভাবিকভাবে ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের মাস্টার আক্তারুল ইসলাম৷

জেলার সদর উপজেলার শিবগঞ্জ আমতলী ৪৬২ কি. মি. (ভাতারমারী ফার্ম) এলাকায় অরক্ষিত  (আনম্যান গেট) রেলক্রসিংয়ে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।

স্টেশনমাস্টার বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন থেকে দুপুর ১টা ২০ মিনিটে ছেড়ে যায়। তার কিছুক্ষণ পরে আমতলী রেলক্রসিংয়ে ট্রাকের সঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকটি ক্ষতগ্রস্ত অবস্থায় রেললাইনে আটকে যায়। সেটি সরাতে তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে। তারপরে পঞ্চগড় এক্সপ্রেস আবার যাত্রা করেছে। ট্রেনের ভ্রমণের সময়সূচিতে আজ তারতম্য ঘটবে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।