ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বালু নিয়ে খেলায় শিশুকে পুকুরে ফেলে দিলেন শিক্ষক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
বালু নিয়ে খেলায় শিশুকে পুকুরে ফেলে দিলেন শিক্ষক! অভিযুক্ত শিক্ষক মো. শাহজাহান

কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয় উপজেলায় বালু নিয়ে খেলা করায় চার বছরের এক শিশুকে পুকুরে ফেলে দেন মো. শাহজাহান নামে এক শিক্ষক।  

শুক্রবার (১৭ জানুয়ারি) শিশুটিকে নির্যাতনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 

শাহজাহান বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির শিক্ষক।

জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ব পাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, পানিতে ফেলে দেওয়া শিশুটির মা ওই শিক্ষককে বলছিলেন, আপনার মধ্যে কি মনুষ্যত্ব নেই? আপনি আমার বাচ্চাকে পানিতে ফেলে দিলেন? আপনি একজন সামাজিক মানুষ হয়ে এমন কাজ কীভাবে করতে পারলেন। একটু বালু ফেলে দিয়েছে বলে আপনি এভাবে আমার বাচ্চাকে পুকুরে ফেলে দিবেন? আপনি কি একটা যুক্তিসংগত কাজ করলেন এটা? আমার বাচ্চাকে ফেলে দেওয়ার পর না উঠিয়ে উল্টো বলছেন- বাচ্চাটা মরে যাক। তখন ওই ব্যক্তি পাল্টা বলেন, তোমার বাচ্চা নাকি কার বাচ্চা এটা আমি দেখব না। আমার কাছে বালুর মূল্য বেশি। আজকে ২০ দিন ধরে সবাইকে বলতেছিলাম, কেউ আমার কথা শোনেনি। তোমার বাচ্চা এখানে এসে বালু ধরেছিল। তোমার বাচ্চা আমার এখানে আসবে কেন?

নির্যাতনের শিকার শিশুর মা শামছুন নাহার তানিয়া বলেন, আমার সন্তানকে মাস্টার শাহাজাহান হত্যার চেষ্টা করেছে, আমি প্রশাসনের কাছে বিচার চাই। একজন শিক্ষক হয়ে এই ঘৃণিত কাজ কীভাবে করেন তিনি? সেদিন যদি আমার বড় মেয়ে উপস্থিত না থাকত তাহলে আমার বাচ্চাকে হত্যা করত।

থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বুড়িচং থানার পূর্ব পাড়া এলাকার বাসিন্দা মো. নজির আহম্মেদের দুই মেয়ে মোসা. মিফতাহুল মাওয়া (৪) এবং মোসা. গালিবা সুলতানা (১০) প্রতিবেশী মো. শাহ জাহানের বাড়ির সামনে বালু নিয়ে খেলা করছিল। তা দেখে নজির আহমেদের ছোট মেয়ে মিফতাহুল মাওয়াকে মারধর করেন এবং কোলে তুলে পুকুরে ফেলে দেন শাহ জাহান। এসময় গালিবা চিৎকার করলে শাহজাহান তাকেও মারধর করেন। গালিবা শাহজাহানের পায়ে ধরে ছোট বোনকে পুকুর থেকে তোলার আকুতি করলেও তিনি শোনেননি।

এদিকে এ ঘটনাটি আলোচনায় এলে শাহজাহান গা-ঢাকা দেন। ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শিশুর মা বাদী হয়ে বুড়িচং থানা একটি শিশু নির্যাতন মামলা করেন করেন। আমরা আসামিকে ধরার সর্বোচ্চ চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।