ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাটুরিয়ায় চোলাই মদসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
সাটুরিয়ায় চোলাই মদসহ আটক ২ প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাহ্রা এলাকা থেকে ১১২ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আটকরা হলেন- সাটুরিয়া উপজেলার বাহ্রা এলাকার হারান চন্দ্র দাস (৬৪) ও মৃত জতীন্দ্র মনি দাসের ছেলে সজিব মনিদাস (৩০)।  

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাটুরিয়া উপজেলার বাহ্রা এলাকা থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১১২ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ১২ হাজার টাকা। এ বিষয়ে সাটুরিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।