ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
হাতিরঝিলে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠায় পুলিশ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, খবর পেয়ে সকালে মগবাজার পাগলা মাজারের বিপরীত পাশে হাতিরঝিল থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরনে ছিল শুধু ট্রাউজার। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।  

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি একজন ভবঘুরে প্রকৃতির। তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।